ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাবনার শিশু নাইসা (৫ মাস)।

শিশু নাইসা পাবনা পৌর সদরের বাসিন্দা খন্দকার আবু সাফার ছোট মেয়ে ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মেজর (অব.) কে এস মাহমুদের নাতনি।

পারিবারিক সূত্র জানায়, ঢাকা ইপিজেডের একটি কোম্পানির কর্মকর্তা খন্দকার আবু সাফা স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজধানীর বারিধারায় বসবাস করেন। তার সন্তানদের মধ্যে পাঁচ মাস বয়সী নাইসা সবার ছোট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নাইসাকে ভর্তি করা হয়। সোমবার ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নাইসার মরদেহ পাবনা শহরের পাথরতলার বাড়িতে নিয়ে আসা হয়। আজ (সোমবার) বাদ আসর পাবনার অরিফপুর কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাকে ওই গোরস্থানেই দাফন করা হয়।

এদিকে নাইসার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে নিয়ে আসার পর নাইসার মরদেহ দেখতে অসংখ্য নারী-পুরুষ সেখানে ভিড় করেন।

একে জামান/এমবিআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।