রায়পুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কংকন চাকমা সোমবার ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন।

তরুণ-তরুণীদের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষক ও বেসরকারি উদ্যোক্তারা ব্যাপক উৎসাহ নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এতে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা এলজিইডির প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খালেদ আহম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম জুবায়ের হোসেন প্রমুখ।

এ বছর মেলায় প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাধ্যমিক শিক্ষা অধিদফতর, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কৃষি সম্পসারণ অধিদফতর, রায়পুর কলেজ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাচ্চেন্টস একাডেমি, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়, সাইমুন কম্পিউটারসহ ১৯টি স্টল অংশ নিয়েছে।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।