অস্ত্র মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৫ আগস্ট ২০১৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র মামলায় যুবলীগ নেতা রিপন খাঁন ওরফে চশমা রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রিপন খাঁন পাগলা নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

আদালতের এপিপি জাসমিন জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুর নয়ামাটি এলাকায় দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ এবং ৫০ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। ওই মামলায় জামিনে বের হয়ে পলাতক রয়েছেন রিপন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিপন ওরফে চশমা রিপন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন যাবত যুবলীগের নাম ব্যবহার করে নানা অপকর্ম করে আসছেন।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।