কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসক সংকট
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত দুই দিনে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রোববার সাতজন এবং সোমবার ১০ জনকে ভর্তি করা হয়। এ পর্যন্ত হাসপাতালে ৪৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন দুই শিশুসহ ২৩ জন। এ পর্যন্ত রেফার্ড করা হয়েছে ছয়জনকে এবং ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
এ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এরা সবাই ঢাকায় আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আবার পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড সংকুলানের কারণে হিমশিম অবস্থা চিকিৎসকদের। গত দু’সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীদের নিয়ে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সংকটের কারণে আসন্ন ঈদকে ঘিরে সম্ভাব্য চাপ কীভাবে সামলাবে তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, আড়াইশ’ শয্যার হাসপাতালে চিকিৎসকদের ৪২টি পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক রয়েছেন ১৩ জন। এছাড়াও গোটা হাসপাতালে ২৬৬ পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র ১২৩ জন। ফলে বাড়তি চাপ নিয়ে কাজ করছে সবাই। বর্তমানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম জানান, হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার প্রয়োজনীয় সাপোর্ট রয়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন হলেই এ রোগ নিরাময় করা সম্ভব।
নাজমুল হোসাইন/আরএআর/এমএস