এবার ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৫ আগস্ট ২০১৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্কুলছাত্রী অথৈ সাহা (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অথৈ সাহা বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে এবং নিউ অলব্রাইট প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বোয়ালমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মদন দাস জানান, অথৈ সাহা গত ৬/৭ দিন যাবত জ্বরে ভুগছিল। প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার ধানমন্ডি ৭ নং রোডে আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে সে মারা যায়। কানাই সাহার তিন মেয়ের মধ্যে সে দ্বিতীয়। কানাই সাহা ঢাকায় জুয়েলারির ব্যবসা করেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, উপজেলার চতুল গ্রামের জিয়াউর শেখ (৪০) ডেঙ্গু জ্বর নিয়ে রোববার রাত সোয়া ৮টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বি কে সিকদার সজল/আরএআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।