খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০১৯

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খাদিজা বেগম বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।
বিজ্ঞাপন
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টায় ‘ডেঙ্গু শকড সিন্ড্রোম’ নিয়ে খাদিজা বেগম হাসপাতালে ভর্তি হন। তার রক্তে প্লাটিলেট কাউন্ট খুবই কম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ নিয়ে গত দুই দিনে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারী ও এক স্কুলছাত্রের মৃত্যু হলো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুর পর্যন্ত খুলনার বিভিন্ন হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীর হান্নান/আরএআর/এমএস
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।