আদালতের কর্মকর্তার ৭ কোটি টাকার সম্পদ!
সাত কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে দুদক। সোমবার সকালে নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
দুদক সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহম্মেদ জাগো নিউজকে জানান, আলমগীর হোসেন দীর্ঘদিন জেলা জজ আদালতে নাজির হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ উঠছে। এর সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে ফিজার মডেলের একটি চোরাই ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে মোহম্মদ আলমগীর (৪৫) নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মাহিয়া নিবাসে বসবাস করেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা করেছে দুদক।
মোহম্মদ আলমগীর ১৯৯৭ সালে নোয়াখালী জজ আদালতে নাজির হিসেবে যোগ দেন। এরপর ২১ বছরে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি।
মিজানুর রহমান/এমএমজেড/এমকেএইচ