আশুলিয়ায় ইয়াবাসহ লাব্বাইক পরিবহনের ম্যানেজার আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৫ আগস্ট ২০১৯

আশুলিয়া থানার কাছাকাছি ইয়াবাসহ লাব্বাইক পরিবহনের ম্যানেজার আরিফকে (৩৫) আটক করা হয়েছে। রোববার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে লাব্বাইক পরিবহনের কাউন্টার থেকে তাকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাব্বাইকের কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবহনটির আশুলিয়া এলাকার ব্যবস্থাপক আরিফের ব্যবহৃত টেবিলের ড্রয়ার থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাব্বাইক পরিবহনের ম্যানেজার হিসেবে কাজ করার আড়ালে মাদক ব্যবসা করতেন আরিফ। তার মাদক ক্রেতার অধিকাংশই ছিল লাব্বাইক পরিবহনের চালক ও হেলপার। তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, লাব্বাইক পরিহনটি আশুলিয়ার বাইপাইল থেকে রাজধানীর নিকট সাইনবোর্ড পর্যন্ত প্রতিদিন যাতায়াত করছে।

আল-মামুন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।