দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেল অর্ধশত ছাগল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:২৬ এএম, ০৪ আগস্ট ২০১৯

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ছাগলবাহী ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন আহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা গেছে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শনিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ ঘটনা ঘটে।

savar-accident

ট্রাকটিতে থাকা ছাগল মালিক হাসানুর জামান জানান, যশোর জেলার বারোবাজার থেকে ২৫০টি ছাগল নিয়ে গাবতলীর হাটে বিক্রি জন্য যাচ্ছিলেন তিনি। হাটাৎ আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। এছাড়া ট্রাকটির চালক ও সহযোগীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি সরানোর চেষ্টা চলছে। পাশাপাশি এ সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।

আল-মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।