যশোরে নতুন করে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত
যশোরে নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো ১৪৮ জন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন ৬৮ জন। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী।
যশোরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক রাজু বলেন, শনিবার দুপুর পর্যন্ত জেলায় ১৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪ জন রোগী আক্রান্ত হয়েছে। এর আগে শুক্রবার নতুন আক্রান্ত রোগী ছিল ১৯ জন। প্রতিদিনের হিসেবে আক্রান্ত রোগী কমতে শুরু করেছে। ডেঙ্গু প্রতিরোধে তিনটি মনিটরিং টিম গঠন, একটি নিয়ন্ত্রণ কক্ষ ও মনিটরিং সেল খোলা হয়েছে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি বেসরকারি উদ্যোগের কারণে জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বেড়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিভাগও তৎপর রয়েছে।
আরএআর/এমকেএইচ