শীতলক্ষ্যায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৩ আগস্ট ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার ও যাত্রীবাহী নৌকা সংঘর্ষের ঘটনায় পানিতে ডুবে নিখোঁজের চার দিন পর নাজির আহাম্মেদ (৫৫) নামে এক শ্রমিকের (দিনমজুর) মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার দুপুরে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক নাজির আহাম্মেদ বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়ার নাজিরাপট্রি এলাকার মৃত আমিন আলী মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই বিকেলে নাজির আহাম্মদ নারায়ণগঞ্জ শহর থেকে কাজ শেষে নৌকাযোগে বন্দর ১নং খেয়াঘাটে দিকে রওনা হয়। ওই সময় একটি বালুবাহী ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। সেসময় নৌকার অন্য যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলে নাজির আহাম্মেদ পানিতে তলিয়ে যায়। দীর্ঘ ৪ দিন নিখোঁজ থাকার পর সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চর কিশোরগঞ্জ এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।