সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী, ১০ দিনে আক্রান্ত ১১৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৩ আগস্ট ২০১৯
ফাইল ছবি

সিরাজগঞ্জের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ১০ দিনে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। আজ (৩ আগস্ট) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে জেলায় ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন। এদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩৪, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১২, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ৮, আভিসিনা ও মেডিনোভা হাসপাতালে ১ জন করে ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। বাকি ৫৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানান তিনি।

সিভিল সার্জন আরও জানান, ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও ব্যানার টানানো হচ্ছে। পাশাপাশি প্রচার মিছল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচি চলছে। এ রোগের প্যাথলজিক্যাল পরীক্ষার খরচ সরকারি মূল্য ৫০০ টাকা নেয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।