ফিলিং স্টেশনের পেছনে মিলল নবজাতকের লাশ
সাভারের হেমায়েতপুরে পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হেমায়েতপুরের বলিয়াপুর এলাকার রিকু ফিলিং স্টেশনের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, দুপুরে বলিয়াপুর এলাকার রিকু ফিলিং স্টেশনের পেছনে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের নাড়িতে ক্লিপ লাগানো ছিল। দুই দিন আগে নবজাতকটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আল-মামুন/আরএআর/এমকেএইচ