ছুটি বাতিল সত্ত্বেও কর্মস্থলে নেই ফেনীর সিভিল সার্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৩ আগস্ট ২০১৯

ফেনীতে বাড়ছে ডেঙ্গু রোগী। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডেঙ্গু মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য বিভাগ সক্রিয় ভূমিকা পালন করছে। স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু এই ছুটি বাতিলের ধার ধারছেন না ফেনীর সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। গত তিন দিন ধরে তিনি কর্মস্থলে নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকায় অবস্থান করছেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। ফলে ফেনীর স্বাস্থ্য বিভাগ অভিভাবকহীন হয়ে পড়েছে।

শুক্রবার রাতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের দুইশ মশারি ও পাঁচশ লিটার স্যালাইন পৌঁছে দিতে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এসময় তিনি সিভিল সার্জনের খোঁজ করেন। তখন উপস্থিত কর্মকর্তারা জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেন এমপি।

শনিবার দুপুরে ফেনী বিএমএ ও ফেনী জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ ডেঙ্গু রোগীদের খবর নিতে গেলে সিভিল সার্জনের খোঁজ করেন তখনও তিনি (সিভিল সার্জন) ঢাকায়। এমন পরিস্থিতিতে সিভিল সার্জনের অনুপস্থিতির জন্য তারা ক্ষোভ প্রকাশ করেন।

ডেঙ্গুর এমন পরিস্থিতিতে তিনদিন কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানকে দুপুর ২টায় মুঠোফোন কল করা হলে তিনি বলেন, আমি পারিবারিক প্রয়োজনে ঢাকায় এসেছি। ওখানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রুবাইয়াত বিন করিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

সরকার স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করেছে আপনি কীভাবে ছুটিতে জানতে চাইলে, তিনি সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘আমি ঢাকা থেকে রওয়ানা হয়েছি, কুমিল্লা পার হয়েছি।’

দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার রুবাইয়াত বিন করিমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ফেনীর আশেপাশে আছি।’

এদিকে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ফেনীতে দিন দিন নতুন ডেঙ্গুরোগী সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। এছাড়া বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ফেনীতে ১০৭ জন ডেঙ্গু আক্রন্ত হয়েছে এর মধ্যে ফেনীতে আক্রান্ত হয়েছে ছয়জন।

রাশেদুল হাসান/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।