ভিমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট শাফির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৩ আগস্ট ২০১৯

নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে শাফি আহম্মেদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলার বিলপাড়া গ্রামের চান মিয়ার ছেলে। স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা রাণী সূত্রধর জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল শাফি। তখন হঠাৎ অসংখ্য ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। এ সময় ভিমরুলের কামড় থেকে বাঁচতে পুকুরে লাফিয়ে পড়ে সে।

তিনি আরও বলেন, পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে বাড়ি আনা হলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিমরুলের কামড়ে আজ (শনিবার) ভোরে ইউনিয়নের তালতলার বিলপাড়া গ্রামে শাফি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রেজাউল করিম রেজা/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।