গাড়ির গ্লাস ভেঙে সাড়ে ৩২ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:২৯ এএম, ০২ আগস্ট ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে (শিমরাইল) একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৮টায় শিমরাইলের সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মেহেদী ইমরান সিদ্দিকী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মনির হোসেন সাড়ে ৩২ লাখ টাকাসহ তার শ্যালক ইমরানকে নিয়ে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকার একটি মার্কেটে দোকান কিনতে আসেন। কিন্তু ওই দোকান কিনতে না পেরে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন।

তাদের বহন করা প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে এলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা সাড়ে ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের পাশে একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসেন তারা। কিন্তু কুমিল্লায় ফেরার পথে ছিনতাইকারীরা টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

হোসেন চিশতী সিপলু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।