এবার গাজীপুরে চক্রাকার বাস সার্ভিস চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০১ আগস্ট ২০১৯

রাজধানী ঢাকার পর এবার গাজীপুরে চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এ সার্ভিসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাজীপুর শহরে স্বল্প দূরত্বের যাত্রীদের চলাচলের তেমন বাস নেই। এছাড়া নগরীর মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ জন্য বিকল্প যান হিসেবে তাকওয়া পরিবহনের ২০ আসনের ৩০টি বাস চক্রাকার সার্ভিসে যোগ করা হয়েছে।

Gazipur-BUS-2

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপ-কমিশনার আরিফুর রহমান, শরীফুর রহমান, বাসন থানার ওসি একেএম কাউসার আহমেদ চৌধুরী, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার প্রমুখ।

তাকওয়া পরিবহনের চেয়ারম্যান মো. ইমতিয়াজ করিম শুভ জানান, এসব বাস গাজীপুর শহরের নাওজোর থেকে শুরু হয়ে চান্দনা চৌরাস্তা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট হয়ে ফের চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, ফের চান্দনা চৌরাস্তা হয়ে ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরস্তা হয়ে আবার নাওজোর এলাকায় গিয়ে পৌঁছাবে। এতে অল্প ভাড়ায় যাত্রীরা স্বল্প দূরত্বে যাতায়াত করার সুবিধা পাবেন। প্রয়োজনে এ সার্ভিসের বাস সংখ্যা বাড়নো হবে।

মো. আমিনুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।