বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তারা যেসব দেশে গা ঢাকা দিয়েছে সেই দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, জাতীয় ঐক্যের প্রতীক। বঙ্গবন্ধুকে সামনে রেখেই জাতিকে ঐক্যবদ্ধ করে বিশ্বের বুকে আমরা উন্নত ও সম্মৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াব।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের মাসব্যাপী শোকপালন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ সামসুজ্জোহা পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, বৃক্ষরোপণ, রক্তদান ও আলোচনা সভাসহ ইত্যাদি। এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনকের শাহাদৎ বার্ষিকী পালন করবে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

আসিফ ইকবাল/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।