ডেঙ্গু কেড়ে নিল শিবচরের ফারুকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:০৩ পিএম, ৩১ জুলাই ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ফারুক খান (২২) নামে মাদারীপুরের শিবচর উপজেলার এক যুবক মারা গেছেন। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার ইসলামিয়া হাসপাতালে মারা যান তিনি। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করে।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ফারুক খান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকায় তাকে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসা শেষে আজ বিকেল ৩টার দিকে মারা যান তিনি।

ফারুক খান শিবচর উপজেলার পুরনো ফেরিঘাট এলাকার সলু ব্যাপারী কান্দির বাবু খানের ছেলে। বিকেলেই ফারুকের মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে শিবচরের বাড়িতে পৌঁছান। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফারুকের ঘনিষ্ঠ বন্ধু রাকিব বলেন, ‘ছয়দিন আগে ফারুকের শরীরে জ্বর দেখা দেয়। তখন আমরা শিবচর হাসপাতালে নিয়ে যাই। ফারুক কাঁঠালবাড়ি ফেরিঘাটে বাবুর্চির কাজ করত। ওর বাবা ভ্যানচালক। ফারুকের আয়ে তাদের সংসার চলত।’

ফারুকের বাবা বাবু খান বলেন, শুক্রবার ফারুকের জ্বর দেখা দেয়। ওই সময় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় পাঠান। ঢাকায় পাঁচদিন চিকিৎসা শেষে আজ বিকেলে আমার ছেলে মারা যায়।

একেএম নাসিরুল হক/বিএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।