কুড়িগ্রামে ৮ ডেঙ্গু রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:১০ পিএম, ৩১ জুলাই ২০১৯

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আরও দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আটজনে দাঁড়াল। এর মধ্যে তিনজন ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদুর মেয়ে বিনিতা (২১), বিকেলে কাঠালবাড়ি এলাকার মামুন (১৮) ও মঙ্গলবার গভীর রাতে পৌরসভার কৃঞ্চপুর মিয়াপাড়ার আমজাদের ছেলে শামিম (১৮) হাসপাতাল ভর্তি হয়েছেন। এরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে ভর্তি হন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার জানান, গত চারদিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে পাঁচজন ডেঙ্গু রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বিনিতা, মামুন ও শামিম নামে আরও তিনজন ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এর মধ্যে তিনজন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন হাসপাতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেন। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

নাজমুল হোসাইন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।