কোরআন নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৮ এএম, ৩১ জুলাই ২০১৯

পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরায় জয়ন্ত মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়ন্ত ওই গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জাগো নিউজকে জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জয়ন্ত মন্ডল।

তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় আজ (বুধবার) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) জয়ন্ত মন্ডল ফেসবুকে এই মন্তব্য করেন।

আকরামুল ইসলাম/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।