অপহরণের তিনদিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২১ অক্টোবর ২০১৪

চট্টগ্রামে অপহরণের তিনদিন পর মো. রাব্বি নামে ৮ বছরের এক শিশুকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে এক নারীসহ দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণকারী দু’জন হল, নাজমা আক্তার রুমা (২২) এবং সুইচিং মারমা সুমন (২৬)।

সোমবার রাতে সুইচিং মারমা সুমনকে রাউজান উপজেলার মদেরমহাল এলাকা থেকে এবং রুমাকে একই উপজেলার গহিরা এলাকায় ইউসিবিএল ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেয়া তথ্য মোতাবেক ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার বাজারে অভিযান চালিয়ে রাব্বিকে উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের ‌এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৮ অক্টোবর রাব্বিকে নগরীর পূর্ব নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তাদের বাসা থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় রুমা। এরপর তার বাবা জাহাঙ্গীর আলমের কাছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে টাকাগুলো পাঠানোরও নির্দেশ দেয় অপহরণকারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।