'শোলাকিয়ার নিরাপত্তায় কোনো ছাড় নয়'

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৯

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে আসন্ন ঈদুল আজহার জামাত নিরাপদ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কাউকে ছাড়া দেয়া হবে না। প্রয়োজন হলে যে কোনো সিদ্ধান্ত নেবে আইন-শৃংখলা বাহিনী।

আসন্ন ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সোমবার শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ ও কার্যকরী পরিষদের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহার ১৯২তম জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাত নির্বিঘ্ন করতে মাঠের আশপাশে ২ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র্যাব-পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া নাশকতা এড়াতে আগের দিন থেকে শোলাকিয়া মাঠের সব প্রবেশ পথে দেহ তল্লাশিসহ ঈদের দিন জায়নামাজ ছাড়া মুসল্লিদের অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে দেয়া হবে না।

সভায় মাঠের ইমাম মনোনয়ন, সার্বিক আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ, পয়ঃনিষ্কাশন, মাঠের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. নাজমুল ইসলাম, ৩১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারেভেজ, র‌্যাব-১৪ সিপিসি-২ এর অধিনায়ক শোভন খানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।