ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৯ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রাম থেকে ৫০পিস ইয়াবাসহ সোহেল নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।

ব্রিফিংয়ে জানানো হয়, ইয়াবা বিক্রির গোপন সংবাদে উপজেলার গজারিয়া গ্রামে রোববার (২৮ জুলাই) রাতে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত আছান উদ্দিনের ছেলে সোহেলের (২৩) দেহ তল্লাশি করে ৫০পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫৩০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশি মাদকদ্রব্য এনে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শিহাব খান/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।