ডেঙ্গুর থাবায় বিদেশ যাওয়ার স্বপ্ন ভাঙলো শান্তর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৯ জুলাই ২০১৯

বাবা-মায়ের কষ্ট ঘোচাতে দক্ষিণ কোরিয়ার ভিপি লটারী ধরেন শান্ত (২৪)। কপাল গুণে সেই লটারী পেয়েও যান। ঈদের পরই দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন শান্ত।

রোববার (২৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীর ছমিরনগর এলাকার জসিম উদ্দিনের ছেলে শান্ত। রাত ৯টায় ছমিরনগর মাদরাসা মাঠে জানাজার পর স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আরও পড়ুন>> এবার ডেঙ্গু কেড়ে নিল ছোট্ট জারিফার প্রাণ

শান্তর বাবা জসিম উদ্দিন জাগো নিউজ জানান, তার একমাত্র ছেলে শান্ত। হঠাৎ তার জর হয়। বিভিন্ন ঔষধ খাওয়ার পরও কিছুতেই জর কমছিল না। পরে তাকে ঢামেক হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গু হয়েছে হয়েছে বলে জানা যায়। এ নিয়ে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তার অবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছিল। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। রোববার বিকেলে সেখানে চিকিসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়।

মো. শাহাদাত হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।