রাজাপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষিকার মৃত্যু
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৮ জুলাই ২০১৯
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পর তার মৃত্যু হয়।
নিগার সুলতানা উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ হালদারখালী গ্রামের শাজাহান মৃধার মেয়ে। সরকারের দুই বছর মেয়াদি ন্যাশনাল সার্ভিসের একজন কর্মী হিসেবে রাজপুর উপজেলা পশু হাসপাতালে কর্মরত ছিলেন নিগার সুলতানা। পাশাপাশি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন তিনি।
নিগার সুলতানার স্বজনরা জানান, তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কয়েকদিন আগে নিগার সুলতানা স্বামী শামছুল হুদার কাছে ঢাকায় বেড়াতে যান। ২৬ জুলাই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এলাকায় আসেন তিনি।
গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়ি নেয়া হয়। রোববার দুপুরে আবার অসুস্থ হলে তাকে বারিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিগার সুলতানার মামাতো ভাই ব্যবসায়ী মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিক/এএম/জেআইএম