জামালপুরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৮ জুলাই ২০১৯
ফাইল ছবি

যমুনার পানি কমতে থাকায় জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় বাহদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ১৮ সেন্টিমিটার কমে আজ (রোববার) সকালে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, নদী তীরবর্তী এলাকা ছাড়া ৭ উপজেলার বেশিরভাগ এলাকা থেকেই পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করছে বন্যাদুর্গতরা। তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।

জানা গেছে, এবারের বন্যায় জেলার প্রায় ৫৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ তৎপরতা আগের চেয়ে বাড়লেও এখনও রয়েছে খাবার বিশুদ্ধ পানি সংকট। সেই সঙ্গে বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ।

এছাড়া চারণভূমি পানিতে তলিয়ে থাকায় সংকট রয়েছে গো খাদ্যেরও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন দুর্যোগ থাকবে ততদিন ত্রাণ বিতরণ করা হবে।

আসমাউল আসিফ/এমএমজেড/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।