বাল্কহেড ডুবে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ জুলাই ২০১৯
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে বালু বোঝাই করতে গিয়ে একটি বাল্কহেড ডুবে মেশিন অপারেটর আব্বাস মিয়া (৪৫) মারা গেছেন। মৃত শ্রমিক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মালেক মিয়ার ছেলে।

শনিবার বিকেল ৫টার দিকে ভোলাগঞ্জ বাংকার এলাকার কালিরডরে নৌকা ডুবে আব্বাস নৌকার ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা ঘটনার ১৫ মিনিট পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে পৃথক তিনটি নৌদুর্ঘটনায় এই ধলাই নদীতে দুই শিক্ষার্থীসহ সাতজন মারা যান। তাদের মধ্যে দুই শ্রমিকও ছিলেন।

ছামির মাহমুদ/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।