সোনাইমুড়ীতে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রীর মৃত্যু


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী কাউছার আক্তার মুন্নির (৩০) মৃত্যু হয়েছে। উপজেলার বারোগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কাউছার আক্তার মুন্নি ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

রোববার বিকেল ৪টাকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, বারোগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে কাউছার আক্তার মুন্নির সঙ্গে নারায়ণগঞ্জের নয়ন বাদশার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী নয়ন বাদশা বারোগাঁও ইউনিয়নে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালিয়ে আসছিলো। এরই মধ্যে তাদের সংসারে দুটি সন্তারের জন্ম নেয়। অভাব অনটনের সংসারে পারিবারিক অশান্তি ছিলো। রোববার সকালে সন্তানরা বিদ্যালয়ে যাওয়ার পর আবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। পরে বাদশা ঘরের বাইর থেকে দরজা আটকে পালিয়ে যায়। দুপুরে বিদ্যালয় থেকে নিহত মুন্নির সন্তানরা এসে ঘরের দরজা খুলে মায়ের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে কান্নাকাটি করলে প্রতিবেশিরা বিষয়টি জানতে পারে।

সোনাইমুড়ী থানা পুলিশের ওসি কাজী হানিফুল ইসলাম জাগো নিউজকে জানান, পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক।

মিজানুর রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।