এতো বড় দুর্যোগেও সরকারের কোনো তৎপরতা নেই : জিএম কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৭ জুলাই ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এতো বড় দুর্যোগেও সরকারের কোনো তৎপরতা নেই। সরকার যা ত্রাণ দিচ্ছে তা পর্যাপ্ত নয়, চারদিকে বন্যার্তদের হাহাকার। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার আবেদন করছি।

শনিবার দুপুরে গাইবান্ধা শহরের এনএইচ মডার্ন স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান সকাল সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামেরচর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি তাদের সামর্থ্য ও ভালোবাসা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন দুর্গত মানুষের সেবা করে গেছেন। আমরাও পল্লীবন্ধুর মতোই মানুষের সেবা করবো। দুস্থ মানুষের পাশে থাকবো।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) সোহেল মোহাম্মদ রানা এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।