গুজব বন্ধে সিরাজগঞ্জে পুলিশের প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৭ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

ছেলেধরা সন্দেহে উৎসুক জনতার গণপিটুনি বন্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে প্রচারণা চালাচ্ছে পুলিশ। তারা জেলা শহরসহ সব উপজেলায় এই প্রচারণা চালাচ্ছে।

জানা গেছে, এ লক্ষ্যে জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীসহ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য গত কয়েক দিন ধরে কাজ করে যাচ্ছেন।

সেই সঙ্গে যাত্রী ও চালকদের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে শুক্রবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম ফোর্স নিয়ে সারাদিন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে লিফলেট বিতরণ করেন।

এ সময় তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক সেতুর গোলচত্বর, সয়দাবাদ, মুলিবাড়ি ও কড্ডা এলাকার পথচারী, হকার, মুদি দোকানি, রিকশা-ভ্যান ও আটোচালকসহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।