কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৫ জুলাই ২০১৯
ফাইল ছবি

কুড়িগ্রামের চর রাজীবপুরে আল-আমিন নামে আড়াই বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবেরডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন শিবেরডাঙ্গি বাজারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে বন্যার পানি ওঠায় শিশুটি নানির সঙ্গে সড়কের মধ্যে অবস্থান করছিল। এক সময় সবার অজান্তে খেলতে খেলতে সে পানিতে পড়ে যায়। পরে তাকে চর রাজীবপুর হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার স্বজনরা তাকে নিয়ে যায়।

নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।