দোকানে বসে পচা মাংস বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৪ জুলাই ২০১৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভারত থেকে অবৈধ পথে আসা পচা, নষ্ট ও কেমিক্যালযুক্ত গরুর মাংস বিক্রির অপরাধে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১৪০ কেজি পচা মাংস উদ্ধার করা হয়। পরে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট কাঁচাবাজারের বাদশার মাংস ঘর থেকে এসব পচা মাংসসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন সোনাইমুড়ী উপজেলার অম্ভরনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও বেগমগঞ্জের রসুলপুর গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে সিএনজিচালক জামাল হোসেন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সারের নেতৃত্বে জমিদারহাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে গত সাতদিন আগে আসা ১৪০ কেজি মাংসসহ দোকানের মালিকের ভাই সিএনজিচালক জামাল হোসেনকে আটক করা হয়। পরে তার সহযোগী জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়েসার বলেন, মাংসগুলো ভারত থেকে চট্টগ্রাম হয়ে তাদের কাছে আসে বলে আটকরা স্বীকার করেছেন। মাংসগুলো পচা। এসব মাংস মানবদেহের জন্য ক্ষতিকর। এতে কেমিক্যাল মেশানো রয়েছে। আটক জাহাঙ্গীরকে ছয় মাস ও জামালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মিজান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।