গাজীপুরে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ভুল চিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগে গাজীপুরে মানববন্ধন করেছে গাজীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। রোববার দুপুরে কলেজের সামনে এবং রাজবাড়ি সড়কে আধা ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মহিলা কলেজের কয়েকশ শিক্ষার্থী ছাড়াও তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচি শেষে ভুল চিকিৎসায় জড়িত চিকিৎসকদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। নিহত কলেজছাত্রী শারমিন সরকার ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

নিহতের মা মোসা. সুফিয়া সরকার জানান, তার মেয়ে শারমিন সরকারের জিহ্বায় সিষ্ট হওয়ায় তাকে চিকিৎসার জন্য গত ৩০ মে ঢাকার উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে ৪ জুন তার অস্ত্রোপচার করা হয়।

তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খানের অধীনে তার মেয়ে শারমিনকে ভর্তি করেন এবং তিনি নিজে অস্ত্রোপচার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি নিজে অস্ত্রোপচার না করে তার সহকারী ডা. আবুল হোসেনকে দিয়ে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচার শেষে দুপুরে শারমিনের অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নিয়ে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৩ জুন শারমিনের মৃত্যু হয়।

এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে ঢাকা উত্তরার পশ্চিম থানায় ওই হাসপাতালের চিকিৎসক নাক, কান, গলা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক এমএ করিম, একই বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফাইজুল ইসলাম চৌধুরীকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি ভুল চিকিৎসার কারণে তার মেয়ে শারমিনের মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।