কবরস্থানে ঢুকছে ড্রেনের পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৪ জুলাই ২০১৯

ঝিনাইদহ-যশোর সড়ক সংলগ্ন ব্যাপারী পাড়া নামক স্থানে অবস্থিত ঝিনাইদহ পৌর কবরস্থানের বেহাল দশা। কবরস্থানের সামনে পূর্ব পাশের একটি অংশে দীর্ঘদিন যাবত পাইপ দিয়ে ড্রেনের ময়লা পানি প্রবেশ করছে।

এ অবস্থায় কবরস্থানটির পবিত্রতা রক্ষাসহ সৌন্দর্য বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া ভেতরে পর্যাপ্ত আলো না থাকায় আতঙ্কে আছেন কবরস্থান সংলগ্ন এলাকায় বসবাসরতরা। সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করে এমন দুর্দশার চিত্র দেখা গেছে।

এ ব্যাপারে ওই এলাকায় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, কবরস্থানের ভেতরে পাইপের মাধ্যমে গত তিন মাস ধরে ড্রেনের ময়লা পানি প্রবেশ করছে। এতে অনেক কবর ধ্বংস হয়ে যাচ্ছে। এ নিয়ে জনপ্রতিনিধিদের কোনো মাথা ব্যথা নেই।

এলাকাবাসী অভিযোগ করেন, ড্রেনের ময়লা পানি প্রবেশের ফলে একদিকে যেমন কবর স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে, অপরদিকে ভেঙে পড়ছে নতুন কবরও। গত দুই মাস আগে পৗরসভায় জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

তারা আরও বলেন, রাতে কবরস্থানে পর্যাপ্ত বাতি না থাকায় ভীতিকর অবস্থার মধ্যে পরিবার-পরিজন নিয়ে তাদের চলাফেরা করতে হয়।

kabor

ঝিনাইদহ পৌর কবরস্থানের কর্মচারী মো. শহীদ বলেন, কবরস্থানে ভয়ানকভাবে ড্রেনের পানি ঢোকায় পুরাতন কবরগুলো ভরে যাচ্ছে। আর নতুন কবরও ভেঙে পড়ছে। কর্তৃপক্ষকে জানানোর পরও এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে।

এ বিষয়ে ব্যাপারী পাড়া ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম মধু মোবাইল ফোনে জানান, কবরস্থানের ভেতরে ড্রেনের পানি প্রবেশ করছে জানতে পেরে দেখতে গিয়েছিলাম। এ বিষয়ে কয়েক দিনের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান বলেন, কবরস্থানে ড্রেনের ময়লা পানি প্রবেশ করছে এ বিষয়ে জানা ছিল না। কবরস্থান দেখভাল করার জন্য পৌরসভা থেকে লোক রাখা আছে, তারাও কিছু জানায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।