বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পল্লী বিদ্যুতের লাইনম্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (৪৫) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মঙ্গলবাড়ী-কাজীপাড়ার রাস্তার বাগমারী হঠাৎপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলবাড়ী-কাজীপাড়ার রাস্তার বাগমারী হঠাৎপাড়া নামকস্থানে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছিল। ফিডার ৫/ই লাইনের ক্রটিমুক্ত করার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যান দেলোয়ার হোসেন পোলে ওঠেন। ওই লাইনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মনে করে তিনি কোমরের বেল্ট না বেঁধেই পোলে উঠেছিলেন। এসময় বিদ্যুতের তার পিঠ স্পর্শ করলে ঝাঁকুনি খেয়ে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম বলেন, পল্লী বিদ্যুতের কোনো লাইনে কাজ করতে হলে কন্ট্রোল রুম থেকে ওই লাইনের সার্ট ডাউন (বন্ধ করে) নিতে হয়। কিন্তু দেলোয়ার হোসেন তা না করেই পোলে উঠে কাজ করার চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, সুরতহাল রির্পোট করা হলেও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।