গণপিটুনির শিকার ভ্যানচালক ছেলেধরা ছিলেন না, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৩ জুলাই ২০১৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছেলেধরা গুজবকে কেন্দ্র করে মিনু মিয়া (৩০) নামের এক ভ্যানচালককে অমানবিক নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার নাগা চৌধুরীবাড়ি গ্রামের মৃত তরিকুল আলম সিদ্দিকীর ছেলে মাইনুল হক হিটু (৩৭), নাগা গ্রামের সন্তোষ চন্দ্র মালুর ছেলে প্রভাত চন্দ্র মালু (১৯), একই গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান (৩২), মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার (৪৭), আনোয়ার হোসেন খানের ছেলে ওমর (৩২) এবং পালিমা গ্রামের ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম (১৯)।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং ডেকে ছয়জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ২১ জুলাই কালিহাতী উপজেলা নারান্দিয়ার সয়া হাটে ছেলেধরা সন্দেহে হামলার ঘটনায় ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের ভ্যানচালক মিনু মিয়া আহত হন। এ ঘটনায় মিনু মিয়ার ভাই রাজিব হোসেন সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম আরও বলেন, ২১ জুলাই একইদিন জেলার তিন উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন তিন ব্যক্তি। তাদের মধ্যে কোনো ব্যক্তিই ছেলেধরা ছিলেন না। কাজেই এসব কাজ থেকে বিরত থাকুন সবাই। যদি কাউকে সন্দেহ হয় তাহলে পুলিশকে জানান।

গত ২১ জুলাই জেলার তিন উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার তিনজন। তারা হলেন- ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের ভ্যানচালক মিনু মিয়া, গাজীপুরের আকাশ ও ঘাটাইল উপজেলার সোহরাব।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।