কুষ্টিয়ায় ছেলেধরা সন্দেহে চার ব্যক্তিকে গণপিটুনি, আটক ৩৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৩ জুলাই ২০১৯

ছেলেধরা সন্দেহে একদিনে কুষ্টিয়ায় চারজন গণপিটুনির শিকার হয়েছেন। এদের মধ্যে তিনজন মানসিক ভারসাম্যহীন রয়েছেন। সবাইকে পুলিশ গণপিটুনি দেয়ার সময় উদ্ধার করেছে। গতকাল সোমবার জেলার তিনটি স্থানে এই গণপিটুনির ঘটনা ঘটে।

এসব ঘটনায় কুষ্টিয়া মডেল থানা ও দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে প্রায় ৪৫০ জনকে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৩৪ জনকে আটক করেছে। এর মধ্যে দৌলতপুর থানা পুলিশ ২০ জন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ ১৪ জনকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

আল মামুন সাগর/আরএআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।