অষ্টগ্রামে খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে ধান না কিনে ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে ধান কেনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্দোলনে নেমেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

রোববার সকালে গুদাম কর্মকর্তা শহীদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বাঙ্গালপাড়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  বাঙ্গালপাড়া ইউনিয়নর আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদ তালেব, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক অলিসহ এলাকার কৃষকরা।

নূর মোহাম্মদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।