রিফাতকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলেন রিশান
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২২ জুলাই ২০১৯
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিশান ফরাজীকে হাজির করা হয়। রাতে রিশান ফরাজী আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আরও পড়ুন : আদালতে মিন্নির দুই আবেদন নামঞ্জুর
এ নিয়ে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার ১৫ আসামির মধ্যে ১৫ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। স্বীকারোক্তি শেষে রিশান ফরাজীকে জেলহাজতে পাঠিয়েছেন বিচারক।
এ বিষয়ে রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বলেন, রিশানকে আদালতে হাজির করা হলে রিফাত হত্যাকাণ্ডে জড়িত স্বীকার করে বিচারকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন : দুই কারণে জামিন হয়নি মিন্নির
আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৫ জন অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ মামলার দুইজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস