শ্রেণিকক্ষে একে একে অসুস্থ হয়ে ২১ ছাত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২২ জুলাই ২০১৯

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্তত ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে ওই বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ৬ষ্ঠ ঘণ্টার ক্লাস চলাকালীন সময়ে প্রথমে ৮ম শ্রেণির তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্যান্য ছাত্রীরা এগিয়ে এসে তাদের মাথায় পানি দেয়ার সময় আরও অন্তত ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা জেনে অসুস্থ ছাত্রীদের দেখতে আসার পর ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির আরও অন্তত ৬ জন ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এতে আমরা হতবিহবল হয়ে পড়ি। তাৎক্ষণিকভাবে তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, গণমনস্তাত্ত্বিক রোগ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এটা এক ধরণের মানসিক রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।