স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২২ জুলাই ২০১৯

মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় স্ত্রী ও ১০ মাসের সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বিট্টু নামে এক যুবক। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিট্টুর স্ত্রী পুন্ন (২০) ও তার ছেলে মানব।

জানা গেছে, বিট্টু হিন্দু হলেও তার স্ত্রী পুন্ন মুসলিম হওয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করে পুন্নকে বিয়ে করেন বিট্টু। তাদের ঘরে মানব নামে ১০ মাস বয়সী এক ছেলে সন্তানও রয়েছে। তবে ধর্ম ত্যাগ করায় বিট্টুকে পরিবার থেকে মেনে নেয়নি। তাই তারা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় ভাড়া থাকতেন। সোমবার পারিবারিক কলহের জের ধরে বঁটি দিয়ে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর নিজেও একই বঁটি দিয়ে নিজের গলায় কোপ দেন বিট্টু। তার অবস্থাও আশঙ্কাজনক।

মাগুরার পুলিশ সুপার খান মো. রেজোয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।