সিদ্ধিরগঞ্জে গণপিটুনির ঘটনায় ৪শ জনকে আসামি করে দুই মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই গণপিটুনির ঘটনায় অজ্ঞাত ৩-৪শ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজির আল-আমিন নগরে গত শনিবার ছেলেধরা সন্দেহে এলাকাবাসীর গণপিটুনীতে সিরাজ নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হন। একই দিন পাইনাদী নতুন মহল্লা এলাকায় মানসিক প্রতিবন্ধী শারমিন বেগম ছেলেধরা সন্দেহে গণপিটুনীর শিকার হয়ে আহত হন।
এদিকে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনিতে নিহত সিরাজের দাফন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের কলাবাগ সাইলো রোডে মরদেহ নিয়ে গেলে কান্নার রোল পড়ে যায় আত্মীয়-স্বজনদের মধ্যে। পরে সাইলো রোড এলাকার কবরস্থানে সিরাজকে দাফন করা হয়।
হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর