শৈলকুপায় চলছে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণের কাজ


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের আওতাধীন শুরু হয়েছে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের কাজ। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে শুরু হয়েছে চারতলা বিশিষ্ট এ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণের কাজ।

গত ১১ মার্চ থেকে শুরু হওয়া এ নির্মাণ কাজ আগামী বছরের ৩১ জুন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ রয়েছে। যে কারণে প্রকল্প বাস্তবায়নকারী ইউসি এমইপিটি (জেভি) গাড়াগঞ্জ, শৈলকুপা নামক ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে তাদের নির্মান কাজ। নির্মাণকারী সংস্থা হিসেবে রয়েছেন শৈলকুপা এল,জি,ই,ডি।

উপজেলা পরিষদে নির্মানাধীন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের মান বজায় রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রাকিব উল আলম, শৈলকুপা উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নানসহ এলজিইডি দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার জাগো নিউজকে জানান, উপজেলা পরিষদের বেশিরভাগ ভবন থেকেই খসে পড়ছে পলেস্তরা। ঝুঁকির মধ্য দিয়ে দাফতরিক কার্যক্রম চালাতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। নির্মাণ কাজ শেষে নতুন ভবনে দাফতরিক কর্মকাণ্ডের উদ্বোধন হলে কাজের গতি তরান্বিত হবে। সেই সঙ্গে উপজেলা পরিষদের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।