ফেন্সিডিল সেবনের সময় ছাত্রলীগ সভাপতিকে ধরলো পুলিশ
ঘরে বসে ফেন্সিডিল সেবনের সময় ঠাকুরগাঁও মো. রিগান আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।পীরগঞ্জ থানা পুলিশের ওসি বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে কার বাড়ি থেকে আটক করা হয়েছে বিষয়টি গোপন রেখেছে পুলিশ।
আটক ছাত্রলীগ নেতা পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও পীরগঞ্জ উপজেলার জগধা এমপি পাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার সেনুয়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবনের সময় হাতে নাতে আটক করা হয় ছাত্রলীগ নেতা রিগানকে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএএস/পিআর