সাভারে ভ্যাট প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইসমাইল এলাকায় এ অবরোধ করেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে এক ঘণ্টার জন্য যানচলাচল বন্ধ ছিল।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত না ভ্যাট প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। দাবি আদায়ে গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন সকল শিক্ষার্থী।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আল-মামুন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।