হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২০ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের হযরত আলীর ছেলে তানজিন আহম্মেদ (৪) এবং আইয়ুব আলীর ছেলে জিহাদ হোসেন (৪)। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে তানজিন ও জিহাদ স্থানীয় আমতৈল বাজারে চুল কাটাতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বন্যার পানিতে নেমে খেলা করতে থাকে। এ সময় স্রোতের টানে তানজিন পানিতে ভেসে যায়। তাকে বাঁচাতে গিয়ে জিহাদও স্রোতের টানে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভাটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রকিবুল হাসান রুবেল/এমবিআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।