পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান মন্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২০ জুলাই ২০১৯

যারা পাহাড়-টিলা কাটছে, নদী ও খাল-বিল ভরাট করে পরিবেশ বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, পরিবেশের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

Sylhet-Bonmela

মন্ত্রী বলেন, পলিথিনের ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তার মন্ত্রণালয়।

বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন এলাকার সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের ৭৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেন পরিবেশমন্ত্রী।

পরে তিনি মাদরাসা মাঠে বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সিলট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান ও সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ।

ছামির মাহমুদ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।