উলিপুরে বন্যার পানিতে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ জুলাই ২০১৯
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে সীমা খাতুন নামে দেড় বছরের শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ওয়ার্ডের খাওনারদরগা গ্রামের ভাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাদেক মিয়ার কন্যা।

উলিপুর ৮নং ওয়ার্ডের কমিশনার সোহরাব হোসেন জানান, সকালে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিল। তার মা শিশুটিকে বাইরে রেখে কাজে ব্যস্ত থাকার কোন এক ফাঁকে জলাবদ্ধ পানিতে পড়ে মারা যায়।

এ নিয়ে গত দশদিনে কুড়িগ্রামে একজন প্রতিবন্ধী শিশুসহ বন্যার পানিতে ডুবে মারা গেছে ১৫ জন। এর মধ্যে উলিপুরেই ৯ জন।

এমআরএম/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।