রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়িতে ট্রাক উল্টে মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৯ জুলাই ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পে ইটভর্তি ট্রাক উল্টে ঝুপড়িতে পড়ে রোহিঙ্গা মা-ছেলে নিহত হয়েছেন। ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের ট্রাক উল্টে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরও এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

আটক ট্রাকচালক মো. রাশেল (৩১) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।

নিহতরা হলেন, কুতুপালং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মো. কায়সার।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সড়কে কাজ করতে এনজিও ফোরাম ট্রাকভর্তি (চট্টমেট্রো-১১-০৬৭২) ইট আনে। দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির ওপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ির ভেতরে থাকা সাজেদা ও তার শিশু সন্তান কায়সার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় গুরুতর আহত অবস্থায় আনোয়ারের মেয়ে রাজমনিকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানা পুলিশের ওসি মো. আবুল মনসুর জানান, পুলিশ জনতার সহযোগিতায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।